HomeUncategorizedহয়তো শুনতে পাবেন রিমান্ডের তথ্যের স্ক্রিপ্টও কোথাও থেকে আসতো ভিপি নুর!

হয়তো শুনতে পাবেন রিমান্ডের তথ্যের স্ক্রিপ্টও কোথাও থেকে আসতো ভিপি নুর!

সাবেক প্রধান বিচারপতি সিনহা সাহেবের মুখ থেকে শুনেছিলাম আদালতের রায়ও নাকি কোথাও থেকে লিখে দেওয়া হতো।হয়তো কয়েকদিন পর শুনতে পাবেন রিমান্ডে পাওয়া তথ্যের স্ক্রিপ্টও কোথাও থেকে আসতো।

সত্য নিজ গুনেই প্রকাশিত হবে।জাস্ট ওয়েট এন্ড সী। জালিমদের ভয়ে যারা অন্যায় দেখে চুপ থাকে ওরাও জালিমের সহযোগী ।দু’দিন আগে বা পরে সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।

গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া কারো রক্ষা নাই, হিসেবে গড়মিল হলেই তালিকায় নাম উঠে যাবে। তাই সময় থাকতে সঠিক উপলব্ধি হোক।

লেখাটি ভিপি নুরের ফেইসবুক থেকে নেওয়া।

RELATED ARTICLES

Most Popular