Homeশিক্ষাঢাবির সিনেটে ৯২২ কোটি টাকার বাজেট পাশ

ঢাবির সিনেটে ৯২২ কোটি টাকার বাজেট পাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট পাশ হয়েছে। ঢাবির নবাব নওয়াব আলী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিকালে এ বাজেট উত্থাপন করেন।

উত্থাপিত বাজেটে দেখা যায়, ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট থেকে ৬৭১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন খাতে, যা মোট ব্যয়ের ৭২.৮৫ শতাংশ।

উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ অধিবেশনে উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) মু. সামাদসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

উত্থাপিত বাজেটে দেখা গেছে, ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট থেকে ৬৭১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হবে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন খাতে। গবেষণা মঞ্জুরি বাবদ ব্যয় হবে ১৫ কোটি ৫ লাখ টাকা।

RELATED ARTICLES

Most Popular