Homeজাতীয়বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত, আমার সময় হয়ে গেছে : শেখ হাসিনা

বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত, আমার সময় হয়ে গেছে : শেখ হাসিনা

আওয়ামী লীগের সম্মেলনে এবার কোনো চমক থাকবে কি না, কোনো নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসবেন কি না- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলন। এতে একজন কাউন্সিলরও যদি তার নেতৃত্বের ব্যাপারে অনাস্থা দেখান তাহলে তিনি বিদায় নিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন চার দশক ধরে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা।

অবশ্য আওয়ামী লীগের এর আগের দুই সম্মেলনের আগেও নিজের বয়স হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেছিলেন, নতুন কারও কাছে নেতৃত্ব বুঝিয়ে দিতে পারলে তিনি খুশি হবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে তা পুরোপুরি কাউন্সিলরদের সিদ্ধান্ত। আমার তো সময় হয়ে গেছে। বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।

RELATED ARTICLES

Most Popular