Homeজাতীয়শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দেওয়া হচ্ছে: জাফরুল্লাহ চৌধুরী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দেওয়া হচ্ছে: জাফরুল্লাহ চৌধুরী

জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার দুপুর ১২টার দিকে ‘শিক্ষক-কর্মচারী-অভিভাবক ফোরাম’ আয়োজিত এক মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন,এই সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে কিন্তু হল খুলবে না। এর চেয়ে বড় ভুল হতে পারে? ছাত্ররা কি মাঠে থাকবে? মাটিতে বসে থাকবে?’

তিনি বলেন, সংসদে পরীমনি নিয়ে আলোচনা হয় কিন্তু শিক্ষা নিয়ে একটা কথাও হয় না। এই লজ্জা আমরা কোথায় রাখি? এই ভুলের সংশোধন কীভাবে হবে?বর্তমান সরকার বিনা ভোটের সরকার, ভোট ডাকাতির সরকার। এই সরকারের সব সিদ্ধান্ত ভুল হবে, এটাই স্বাভাবিক। আজ সবকিছু খোলা। বাজার খোলা, ব্যাংক খোলা, অফিস খোলা; শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর,নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,শিক্ষক-কর্মচারী-অভিভাবক ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ভুঁইয়া সহ অনেকে।

RELATED ARTICLES

Most Popular