Homeখেলাসিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক:

জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ জয় করায় জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার জিম্বাবুয়ের হারারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দ্বিতীয় জয় পায় টাইগাররা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়, এতে তিনি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

RELATED ARTICLES

Most Popular