Homeসারাদেশসারাদেশে দুপুর পর্যন্ত করোনায় দেড় শতাধিকের বেশি মৃত্যু!

সারাদেশে দুপুর পর্যন্ত করোনায় দেড় শতাধিকের বেশি মৃত্যু!

প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশে আরও ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে খুলনা বিভাগেই করোনায় মারা গেছেন ৪০ জন। ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে মারা গেছেন ২১ জন। রাজশাহী মেডিকেলে প্রাণ গেছে ১৮ জনের। সমান সংখ্যক ১৮ জনের মৃত্যু হয়েছে রংপুর বিভাগে।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে করোনা ও উপসর্গে মারা গেছেন ১৭ জন। বগুড়ায় মৃত্যু হয়েছে ১৬ জনের। চট্টগ্রামে করোনায় প্রাণ গেছে ১১ জনের। এছাড়া সিলেট বিভাগে ৯, কুমিল্লায় ৯, চাঁদপুরে ৭, ফরিদপুরে ৭ ও নেত্রকোণায় ৩ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

RELATED ARTICLES

Most Popular