Homeজাতীয়করোনায় এক দিনে মৃত্যু ২৬১, শনাক্ত ৮ হাজার

করোনায় এক দিনে মৃত্যু ২৬১, শনাক্ত ৮ হাজার

নবদূত রিপোর্ট:

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জনের দেহে।

এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ৪১১ জনের।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের ২৪ ঘন্টায় করোনার ৩১ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৬২ জন। এছাড়া খুলনায় ৪৫ জন, রাজশাহীতে ৮ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, রংপুরে ১০ জন ও ময়মনসিংহে ১৬ জনের মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES

Most Popular