Homeআন্তর্জাতিকস্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি

স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি

নবদূত রিপোর্ট:

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামিক রাজনৈতিক দল খেলাফত মজলিস।

মঙ্গলবার (১০ আগস্ট) দলটির আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান। একই সাথে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান সংগঠনটি।

তারা বলেন, করোনার কারণে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। ক্যাম্পাস বন্ধ থাকায় একদিকে যেমন শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যেও হতাশা নেমে এসেছে। বহু শিক্ষার্থী ঝড়ে পড়ার তথ্য পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা কোনোভাবেই যুক্তিক নয়। স্বাস্থ্যবিধি সব খোলা সম্ভব হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাও সম্ভব।

গণটিকা কর্মসূচির বিষয়ে তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কর্মসূচির আওতাভুক্ত করুন।

RELATED ARTICLES

Most Popular