Homeজাতীয়করোনা ভাইরাসে কমেছে মৃত্যুর সংখ্যা

করোনা ভাইরাসে কমেছে মৃত্যুর সংখ্যা

নবদূত রিপোর্টঃ

গত ২৪ ঘন্টায় কোভিডে সারা দেশে মারা গেছেন আরও ৫২ জন।  এপর্যন্ত এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জনে। নতুন মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় এগিয়ে। গত ২৪ ঘণ্টায় ৩২ জন নারী কোভিডে মারা গেছেন। অন্যদিকে, পুরুষ মারা গেছেন ২০ জন।

৮ সেপ্টেম্বর(বুধবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত হিসাব অনুযায়ী, দেশে কোভিড প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪৭৭ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ২৫৯ জন।

এদিকে দেশে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৯৭ জনের দেহে। এ নিয়ে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular