Homeসারাদেশজাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন যশোর জেলা প্রশাসনের তিন কর্মকর্তা

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন যশোর জেলা প্রশাসনের তিন কর্মকর্তা

নবদূত রিপোর্টঃ

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন যশোর ডিসি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারী।
০৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে এক অনুষ্ঠানে তিন কর্মকর্তা-কর্মচারীকে উক্ত পুরস্কার তুলে দেয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি।

প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার মাহমুদুল হাসান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ড্রাফটসম্যান শেখ আব্দুর রশিদ।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মো. হুসাইন শওকত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান,

আরও উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।

বিলাল মাহিনী/কে.এস

RELATED ARTICLES

Most Popular