Homeআবহাওয়াবৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলের নিচু এলাকা

বৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলের নিচু এলাকা

নবদূত রিপোর্টঃ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলের নিচু এলাকা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। নৌ ও সমুদ্র বন্দরে বহাল আছে ৩ নম্বর সতর্ক সংকেত। 

সাগর উত্তাল থাকায় সারাদেশের সাথে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন আছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার। সকাল থেকে লঞ্চ, স্টিমার, সি-ট্রাক চলাচল বন্ধ। তাছাড়া, ভোলায় ইলিশা ঘাট ডুবে যাওয়ায় ফেরি চলাচল ব্যহত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে খুলনায়। কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানি জমে যায় নগরীর বিভিন্ন এলাকায়। 

অন্যদিকে, ভোর থেকেই থেমে থেমে কখনো হালকা এবং কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে মোংলায়। ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে ব্যাহত হচ্ছে পণ্য বোঝাই ও খালাসের কাজ। 

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল পটুয়াখালীতে। নিরাপদ আশ্রয়ে চলে এসেছে উপকূলের জেলেরা। বিভিন্ন নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেড়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকেছে ১০টি গ্রামে। 

RELATED ARTICLES

Most Popular