Homeশিক্ষারাবি'তে ৪-৬ অক্টোবর চলবে ভর্তি পরীক্ষা

রাবি’তে ৪-৬ অক্টোবর চলবে ভর্তি পরীক্ষা

নবদূত রিপোর্টঃ

২০২০-২১ সেশনের স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

তথ্যসূত্রে, আগামী ৪ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এ বছর ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। www.ru ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

RELATED ARTICLES

Most Popular