গত ১৭ই নভেম্বর টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে উনার মাজারে বাংলাদেশ গনঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদনকালে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ রোববার লন্ডনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইস্ট লন্ডনের শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জামান আহমেদ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য সাবিকুন নাহার, প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মনজুর হোসাইন, অর্থ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী মান্না, সাজু চৌধুরী, সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের রাজবাড়ী জেলার সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম, সলিসিটর সৈয়দ নূর সহ আরো অনেকে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ভীত নন বলে জানান। বরং এসব হামলা মামলা তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে আরো বেশি সুসংগঠিত করবে বলে দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা। আগামীদিনের বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের তথা ভিপি নূরুল হক নূরদের বলেও মন্তব্য করেন।