Thursday, December 26, 2024
Homeখেলাভেটেরিনারির মেয়েদের দুর্দান্ত জয়

ভেটেরিনারির মেয়েদের দুর্দান্ত জয়

শিক্ষা ডেস্কঃ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ক্রিকেটের ২য় দিনের ২য় খেলার পূজা দাস তনুর হাফসেঞ্চুরিতে দুর্দান্ত জয় পেয়েছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি অনুষদের মেয়েদের খেলায় ৫৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভেটেরিনারি সায়েন্স অনুষদ।

টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভেটেরিনারি অনুষদ। পূজা এবং সীমান্তার দুর্দান্ত জুটিতে বিনা উইকেটে ১০২ এর বড় সংগ্রহ করে ভেটেরিনারি। জবাবে ভেটেরিনারির মায়িশা ফাহমিদা তূর্ণার বোলিং তোপে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় মাইক্রোবায়োলজি বিভাগ।

সংক্ষিপ্ত স্কোরঃ
ভেটেরিনারিঃ ৬ ওভারে ১০২/০ (পূজা ৬৩, সীমান্তা ৩৬)
মাইক্রোবায়োলজিঃ ৬ ওভারে ৪৩/৩ (তূর্ণা ২ ওভার ৭/২)
ফলাফলঃ ৫৯ রানে জয়ী।

RELATED ARTICLES

Most Popular