Thursday, December 26, 2024
Homeরাজনীতিরাস্তায় সমাবেশ নয়, সরকার পতনে হরতাল-অবরোধে যেতে হবে

রাস্তায় সমাবেশ নয়, সরকার পতনে হরতাল-অবরোধে যেতে হবে

এইভাবে রাস্তায় সমাবেশ করে হবে না, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হলে বিএনপিকে হরতাল-অবরোধে যেতে হবে বলে হুশিয়ারি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (৮ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ভোলায় পুলিশের গুলিতে মারা যাওয়া ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে যুবদল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। যদি বিএনপি শক্তভাবে রাস্তায় দাঁড়িয়ে যায় এ সরকার এক মিনিট ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের সীমানা আটকে গেছে প্রেসক্লাব আর বিএনপি অফিস পর্যন্ত। এর বাইরে যদি আমরা না যেতে পারি তাহলে কখনোই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

RELATED ARTICLES

Most Popular