Wednesday, January 1, 2025
Homeরাজনীতিসাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক

আজ বুধবার দুপুর ১২ টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মৃত্যুবরণ করেন।

তার এই আকস্মিক মৃত্যুতে গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, কর্মজীবনে তিনি সুনামের সহিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিনা ভোটের সরকারের কর্তৃত্ববাদী শাসনামলে দেশের গণতন্ত্রের ভঙ্গুর অবস্থায় শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছেন।

তার মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক, সৎ-সাহসী, গুণী মানুষকে হারালো। এ ক্ষতি অপূরনীয়। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।’

RELATED ARTICLES

Most Popular