Thursday, December 26, 2024
Homeরাজনীতিঅভিমানে ছাত্রলীগকে বিদায় বললেন কেন্দ্রীয় নেতা

অভিমানে ছাত্রলীগকে বিদায় বললেন কেন্দ্রীয় নেতা

রাগ-ক্ষোভ-অভিমানে ছাত্রলীগকে বিদায় বললেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টাটাসে এ ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘যেই সংগঠন করে জীবনের সবটুকু সময় ব্যয় করেছি কিন্তু হতাশা, মানসিক যন্ত্রণা আমাকে ধুঁকে ধুঁকে শেষ করে দিচ্ছে যদি বিএনপি জামাতের কোন লোক হতো তাহলে তাকে প্রতিহত করার ক্ষমতা আমি রাখি কিন্তু যখন নিজ দলের লোক কষ্ট দেয় তখন কষ্টের আর শেষ থাকে না। আজ শুধু নিজেকেই শেষ করি নাই, পরিবারের সবাইকে ঠকিয়েছি। খুব অভিমান থেকেই বলছি বিদায় ছাত্রলীগ।

তিনি আরো লিখেন, যদি বেঁচে থাকি বাকি জীবনটা পার্টির জন্য ব্যয় করে যাবো। আর পার্টির দুঃসময় যদি আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকে রাজপথে লড়বো। ভালো থাকবেন সবাই।’

RELATED ARTICLES

Most Popular