Thursday, December 26, 2024
Homeরাজনীতিজাতীয় নূন্যতম মজুরি ঘোষণার দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সমাবেশ

জাতীয় নূন্যতম মজুরি ঘোষণার দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সমাবেশ

জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সমাবেশ অনুষ্ঠিত।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ এর সঞ্চালনায় আজ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, শ্রমিক অধিকার পরিষদকে ২৫ হাজার টাকা জাতীয় নূন্যতম মজুরি ঘোষণার আন্দোলন সফল করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ধারাবাহিক ভাবে আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে।

শ্রমিক সমাবেশে সংহতি প্রকাশ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বর্তমান বাজার দরে শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা নয়, ৫০ হাজার টাকাও কম বলে মনে হয়।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, জাতীয় নূন্যতম মজুরি বাস্তবায়িত হলে বিভিন্ন সেক্টরের শ্রমিকদেরকে পৃথক পৃথকভাবে সারাবছর আন্দোলন করতে হবে না। চা শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শোষিত শ্রমিকদেরকে অমানবিক মজুরিতে কাজ করতে হবে না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ ফয়েজ হোসেন, শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি হারুন অর রশিদ, বিপ্লবী শ্রমিক আন্দোলনের আহবায়ক বিপ্লব ভট্টাচার্য, শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ সভাপতি আরিফুল ইসলাম, সোহেল শিকদার, ওমর ফারুক সন্ধীপ, গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হাসান, বিপ্লব কুমার পোদ্দার, আবু হানিফ, শ্রমিক অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক সজীব ইসলাম প্রমূখ।

RELATED ARTICLES

Most Popular