Thursday, December 26, 2024
Homeখেলাকোপার ফাইনালে মেসির সামনে যেসব রেকর্ডের হাতছানি

কোপার ফাইনালে মেসির সামনে যেসব রেকর্ডের হাতছানি

ক্রীড়া ডেস্ক:

মেসি খেলতে নামা মানেই রেকর্ড গড়া। বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বললে ভুল হবে না এই আর্জেন্টাইন ফুটবলারকে। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের বিপক্ষে কোপার ফাইনালের আগে দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি।

১। কোপায় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড
ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামলেই যুগ্মভাবে চিলির সার্জিও লিভিংস্টোনের সঙ্গে কোপায় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন মেসি। ফাইনালে নামলেই হবে ৩৪টি।

২. এই টুর্নামেন্টের ফাইনালে ৪টি গোল করলে কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। সব মিলিয়ে মেসির গোলসংখ্যা ১৩টি। ব্রাজিলের জিজিনহো ও স্বদেশী নরবের্তো রদরিগেজের টুর্নামেন্ট রেকর্ড গোল থেকে চারটি কম।

এবার কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলতে নেমে যেসব রেকর্ড ইতিমধ্যে করেছেন-

১। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির। ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এক সময়ের সতীর্থ হাভিয়ের ম্যাসচেরানোকে (১৪৭) পেছনে ফেলেন তিনি।

২। ম্যাসচেরানোকে পেছনে ফেলে সবচেয়ে বেশিবার (৬) কোপা আমেরিকায় খেলার রেকর্ড এখন মেসির দখলে

৩। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লাউতারো মার্টেনেজের গোলটি ছিল এই টুর্নামেন্টে মেসির পঞ্চম অ্যাসিস্ট। কোন ফুটবলার একটি কোপা আমেরিকায় এর থেকে বেশি অ্যাসিস্ট করেনি।

RELATED ARTICLES

Most Popular