Thursday, December 26, 2024
Homeআন্তর্জাতিকফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলি বাহিনীর হামলা, আহত ৩৭৯

ফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলি বাহিনীর হামলা, আহত ৩৭৯

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনে অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। যুদ্ধবিরতির পর এটাই সবচেয়ে বড় হামলা।

শুক্রবার (৯ জুলাই) দেশটির অধিকৃত পশ্চিমতীরে এই ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পশ্চিমতীরের নাবলুসের কাছে বেইতা শহরে বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের ওপর ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সেখানে ফিলিস্তিনিরা তাদের জমি জোরপূর্বক দখলের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফিলিস্তিনি বিক্ষোভকারীরা এসময় টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পশ্চিমতীরের বেইতা শহরে শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া ফিলিস্তিনিদের এই বিক্ষোভে তাজা গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এই গুলিবর্ষণের ঘটনায় ৩৭৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন ফিলিস্তিনি। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

RELATED ARTICLES

Most Popular