Monday, December 23, 2024
Homeখেলাটস হেরে ব্যাট করছে বাংলাদেশ

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ-অস্ট্রেলিয়াটি-টোয়েন্টি সিরিজে শুরু হয়েছে মাঠের লড়াই। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে টাইগাররা।

এখন পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ৫৯ রান। বাংলাদেশ হারিয়েছে দুই ওপেনার নাঈম-সৌম্যকে। মাঠে আছে সাকিব-রিয়াদ।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেট কিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া স্কোয়াড: জোস ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোইসেস হেনরিকস, অ্যাস্টন টারর্নার, ম্যাথেউ ওয়াডে (অধিনায়ক), অ্যাশটন আগার, মিচেল স্টার্ক, অ্যানড্রেউ টাই, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন অবধি চারটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। যার সবগুলোতেই হেরেছে টাইগাররা। সর্বশেষ বেঙ্গালুরুতে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে টাইগাররা। 

RELATED ARTICLES

Most Popular