Saturday, September 21, 2024
Homeজাতীয়গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র অধিকারের নতুন নেতৃত্ব নির্বাচন

গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র অধিকারের নতুন নেতৃত্ব নির্বাচন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে মূল তিনটি পদে গণতান্ত্রিক ভাবে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

শনিবার(২৮ আগষ্ট)সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় পল্টনের জামান টাওয়ারে সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণের পর শনিবার রাত দশটার দিকে ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিন ইয়ামীন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম আদিব এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের মোল্লা রহমতউল্লাহ।

ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে মোট ভোটার ছিলেন ২৯৫ জন। এরমধ্যে ভোট পড়েছে ২৪০টি। যা মোট ভোটারের শতকরা ৮১ ভাগের বেশি।

সভাপতি পদে নির্বাচিত বিন ইয়ামীন মোল্লার প্রাপ্ত ভোট ১৩৪টি,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ রহমান খান পেয়েছেন ১০৪টি ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম আদিবের প্রাপ্ত ভোট ১৩০টি,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হানিফ খান সজিব পেয়েছেন ৫৮টি ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোল্লা রহমতউল্লাহর প্রাপ্ত ভোট ১২০টি,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাজহারুল ইসলাম ও নাজমুল হাসান ৩৩টি করে ভোট পেয়েছেন।

RELATED ARTICLES

Most Popular