Monday, December 23, 2024
Homeরাজনীতিসব খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? প্রশ্ন ইসলামী আন্দোলনের

সব খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? প্রশ্ন ইসলামী আন্দোলনের

নবদূত রিপোর্ট:

স্বাস্থ্যবিধি মেনে অতিদ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’।

রোববার (২৯ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখা আয়োজিত সহযোগী সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষাকে একটি জাতির মেরুদণ্ড বলা হয়। দীর্ঘ ১৮ মাস ধরে একটি জাতির সার্বিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে একই বর্ষে আটকে আছে অসংখ্য ছাত্রছাত্রীর শিক্ষাজীবন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সেশনজট, চাকরির ক্ষেত্রে বয়সের দিক থেকে পিছিয়ে পড়ছে। সব কিছু মিলিয়ে একটি মেধাশূন্য জাতিতে পরিণত হতে যাচ্ছে। তবুও সরকার কোন ফলপ্রসূ সিদ্ধান্ত নিচ্ছে না? 

তারা বলেন, বর্তমানে সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? এর অর্থ কী?

RELATED ARTICLES

Most Popular