Tuesday, December 24, 2024
Homeরাজনীতিপ্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের খাবার দিলো ছাত্রলীগ

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের খাবার দিলো ছাত্রলীগ

নবদূত রিপোর্ট:

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে অসহায়, দুঃস্থ পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে খাবার বিতরণ করে সংগঠনটি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এ খাবার বিতরণ করা হয়। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এসময় উপস্থিত মুসল্লীরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

এছাড়া আজ রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজনও করা হয়।

RELATED ARTICLES

Most Popular