Monday, December 23, 2024
Homeরাজনীতিশিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে ষড়যন্ত্র, ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বললেন কাদের

শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে ষড়যন্ত্র, ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বললেন কাদের

নবদূত রিপোর্ট:

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দেশকে অনেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠছে তাই এ শক্তির মোকাবিলা করার জন্য চোখ কান খোলা রেখে ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত ‘ স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ – শেখ রাসেল’ শীর্ষক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, শিক্ষা উপকরণ ও দরিদ্র তহবিলে বিশেষ অনুদান প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরে যারা পরাজিত হয়েছিলো তারাই পচাত্তরের হত্যাকাণ্ড সংগঠিত করেছিলো। দেশি বিদেশি চক্র একটি নীল নকশার মাধ্যমে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাতে তারা আঘাত হেনেছিলো। আঘাত হেনেছিলো মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায়। সেই শক্তি বঙ্গবন্ধু হত্যার ২১ বছরে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে। এদের ডালপালা আজকে অনেক দূর চলে গেছে। এদের শেকড়ও চলে গেছে মাটির অনেক গভীরে। মাঝে মাঝে মনে হয় এ শক্তি নিষ্ক্রিয়। আসলে তলে তলে এরা সক্রিয়। সুযোগ পেলে ছোবল মারে। এ সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ। সুযোগ পেলেই ছোবল মারে। এবারের দুর্গাপূজাতে আমরা সে দৃশ্য দেখেছি।

তিনি আরো বলপন, “শেখ হাসিনা সরকারের গত ১২ বছরে দেশের ৩০-৩৫ হাজার পূজামণ্ডপে কোথাও কোন ধরণের হামলা হয় নি। এবারে সাম্প্রদায়িক শক্তি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো.মোজাফফর হোসেন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। শেখ রাসেলের জীবনীর উপর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড.মোহাম্মদ আবদুল হালিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আ.লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তাঁর হলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

Most Popular