Saturday, September 21, 2024
Homeরাজনীতিস্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করার দাবি প্রগতিশীল ছাত্র জোটের

স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করার দাবি প্রগতিশীল ছাত্র জোটের

নবদূত রিপোর্ট:

প্রশাসনের ব্যর্থতায় সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের অপসারণ দাবি করেছেন প্রগতিশীল ছাত্র জোট।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশে থেকে এ দাবি জানান তারা। এছাড়া সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত এবং মদদদাতাদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান ছাত্র জোট।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্রফ্রন্টের (মাস্কবাদী) সভাপতি মাসুদ রানা, দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী, ছাত্রফ্রন্ট (বাসদ) সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একের পর এক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। কুমিল্লা থেকে শুরু হয়ে নোয়াখালী, রংপুরসহ কয়েকটি স্থানে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। হিন্দু সম্প্রদায়ের মানুষজন  তারা ঘর থেকে শাখা সিঁদুর পরে বের হবে কিনা সে আতঙ্কে তারা ভুগছে। তারা ঘর হতে বের হতে নিরাপত্তাহীনতায় ভুগছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে আজ সাম্প্রদায়িকদের দখলে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি জানিয়ে তারা বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে এমন একটি ঘটনা ঘটে গেছে, যেখানে প্রশাসন সম্পন্ন ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনকে জানানোর পরও যথা সময়ে ঘটনাস্থলে তাদের পাওয়া যায়নি। তারা একটু সচেষ্ট থাকলেই এতগুলো ঘটনা ঘটতো না। তাই আমরা এসব হামলা-নির্যাতনের সাথে জড়িত ও মদদদাতাদের গ্রেফতার এবং বিচারের দাবির সাথে সাথে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীরও অপসারণের দাবি জানাচ্ছি।

আওয়ামী লীগ সাম্প্রদায়িক হামলার উস্কানি দাতা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগকেও দেখছি আজ এই হামলার বিরুদ্ধে কথা বলতে, অথচ তারাই সবচেয়ে বড় উস্কানিদাতা। তারা যদি অসাম্প্রদায়িক চেতনা লালন করতো, তাহলে নাসিমনগরে হামলার সাথে জড়িত একজন মনোয়ন পেতেন না। রামু, শাল্লাসহ সমস্ত ঘটনার সাথেই আমরা দেখি সরকারের লোকজন জড়িত। এই সরকারের আমলে পাঠ্যপ্রস্তক থেকে প্রগতিশীল ও হিন্দু লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের সাথে আতাত এবং কওমি জননী উপাধি দেওয়ার ঘটনাও এই সরকারের আমলে ঘটেছে। অসাম্প্রদায়িকতার লেবাস ধরলেও মূলত এই সরকারই সাম্প্রদায়িকতার মোদদদাতা।

RELATED ARTICLES

Most Popular