Sunday, April 20, 2025
Homeরাজনীতিমন্দিরে ভাঙচুরের সঙ্গে আমাদের নেতাকর্মীরা জড়িত নয় : নুর

মন্দিরে ভাঙচুরের সঙ্গে আমাদের নেতাকর্মীরা জড়িত নয় : নুর

নবদূত রিপোর্ট:

ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর বলেছেন, চট্টগ্রামের পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র, যুব ও শ্রমিক পরিষদ আয়োজিত চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

নুর বলেন, এ সহিংসতায় আমরা বিএনপি বা আওয়ামী লীগকে দোষী করতে চাই না। এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে যেভাবে ইকবালকে শনাক্ত করা হয়েছে সেভাবে আমাদের চট্টগ্রামের দুই নেতার সিসিটিভি ফুটেজও বের করা হোক। মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড।

RELATED ARTICLES

Most Popular