Saturday, December 28, 2024
Homeআন্তর্জাতিকগ্রিস ও ফ্রান্সের কৌশলগত সামরিক ও প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর

গ্রিস ও ফ্রান্সের কৌশলগত সামরিক ও প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্কঃ

সেপ্টেম্বরে ন্যাটোমিত্র গ্রিস ও ফ্রান্স একটি কৌশলগত সামরিক ও প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এতে ৩০০ কোটি ইউরোর সমমূল্যের তিন ফরাসি রণতরীও রয়েছে।

চলতি মাসে গ্রিস পররাষ্ট্রমন্ত্রী কেইরিয়াকোস মিটসোটাকিস বলেন, বিদেশি হুমকির মুখে পরস্পরের সহযোগিতার সুযোগ তৈরিতে আমরা একটি চুক্তিতে সই করেছি।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার জানান, ন্যাটোর বাইরে গিয়ে জোট গঠন করলে তাতে এই সংস্থা ক্ষতিগ্রস্ত হবে। গত মাসে গ্রিস ও ফ্রান্স প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হওয়ার পর ন্যাটোসদস্য তুরস্কের কাছ থেকে এমন মন্তব্য এসেছে।


তবে তুর্কিশ পররাষ্ট্রমন্ত্রী হুলুসি আকার বলেন, আমরা যে ন্যাটোতে আছি, সেটা মাথায় নিয়ে সবার জানা উচিত, এই সংস্থার বাইরে বিভিন্ন জোট গঠন করলে ন্যাটোসহ আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এতে আমাদের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যেতে পারে।

তথ্যসূত্রঃ রয়টার্স

RELATED ARTICLES

Most Popular