Monday, December 23, 2024
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় প্রবেশে মানতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

মালয়েশিয়ায় প্রবেশে মানতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়ায় প্রবেশে মানতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। দেশটির মন্ত্রী দাতুক সেরি হামজা জাইনউদ্দিন বলেন, নতুন বিদেশি কর্মীদের প্রবেশে এই বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি করা হয়েছে ।

মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিদেশি কর্মীরা। করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় বিদেশি কর্মীদের প্রবেশে আর কোনো বাধা থাকছে না।

তিনি আরও বলেন, বিদেশি কর্মীদের শুধুমাত্র কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং কেএলআইএ-২ হয়ে দেশে প্রবেশ করার অনুমতি আছে।

আজ মঙ্গলবার দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের সঙ্গে এক যৌথ বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন।

RELATED ARTICLES

Most Popular