Friday, December 27, 2024
Homeরাজনীতিরেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার আবেদন

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার আবেদন

নবদূত রিপোর্ট:

গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন শাহবাগ থানায় এ আবেদন করেন।  মামলার আবেদনে অন্য জন হলেন, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান।

মামলার আবেদনে চট্টগ্রামের জে এম সেন পূজামণ্ডপে সাম্প্রদায়িক হামলার মদদদাতা, জামায়াতের সাথে জোট করার ঘোষণা ও ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সরকারের পৃষ্ঠপোষকতায় চলা চাঁদাবাজ, মাদকাসক্ত ও দুর্বৃত্তদের একটি সংগঠন। তারা এর আগে ডাকসুতে হামলার জন্য গ্রেফতারও হয়েছিল। আমরা নতুন দল করেছি দেশ ও বিদেশের মানুষ আমাদের নিয়ে উচ্ছ্বাসিত। তাই আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য, মানুষের মাঝে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির জন্য সরকার এগুলো করাচ্ছে।

তিনি আরও বলেন, এটা একটা মিথ্যা ও ভিত্তিহীন মামলা, এটা নিয়ে আমরা ভাবছি না। এই মামলার জন্য আমরা জামিনের জন্যও যাব না, রাজনৈতিকভাবেই মোকাবেলা করব।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার গণমাধ্যমকে বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, এটা সাইবার ক্রাইম ডিভিশনে যাবে। তারা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার পর মামলা নেওয়ার মতো হলে আমরা মামলা নেব।

RELATED ARTICLES

Most Popular