Thursday, December 26, 2024
Homeআন্তর্জাতিকমালালা বিয়ে করায় মর্মাহত তসলিমা নাসরিন

মালালা বিয়ে করায় মর্মাহত তসলিমা নাসরিন

নবদূত ডেস্ক:

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের বিয়ের খবরে মর্মাহত হয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

মঙ্গলবার এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। টুইটে তসলিমা নাসরিন লিখেন, ‘মালালা একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করায় আমি মর্মাহত। তার বয়স কেবল ২৪ বছর। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে, এজন্য আমি ভেবেছিলাম সে অক্সফোর্ডের কোনো প্রগতিশীল ইংরেজ হ্যান্ডসাম ছেলের সাথে সম্পর্ক করবে এবং ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববে না। কিন্তু…।’

এর আগে বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসির মালিককে বিয়ে করেন মালালা। ইংল্যান্ডের বাড়িতেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানান মালালা। বরের সঙ্গে দুইটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular