Thursday, December 26, 2024
Homeরাজনীতি৬৪৩ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী

৬৪৩ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী

নবদূত রিপোর্ট:

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬ নম্বর পীরগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অরুন কুমার রায় জামানত হারিয়েছেন।

তাকে নির্বাচনে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মো. মোখলেসুর রহমান চৌধুরী (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. মাহাবুব আলম আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৭৭ ভোট।

স্বতন্ত্র প্রর্থী ফজলুল হক চশমা প্রতীকে ৩ হাজার ৮৫৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। আর পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুন কুমার রায় নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৬৪৩ ভোট।

RELATED ARTICLES

Most Popular