Thursday, December 26, 2024
Homeআন্তর্জাতিকজলোচ্ছ্বাসের মতো ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটতে যাচ্ছে: বরিস জনসন

জলোচ্ছ্বাসের মতো ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটতে যাচ্ছে: বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্কঃ

জলোচ্ছ্বাসের মতো ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটতে যাচ্ছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি  বলেছেন, করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ১ রোগীর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এর আগে যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন সংক্রমিত হয়েছে ২৭ নভেম্বর।

লন্ডনের চল্লিশ শতাংশ সংক্রমণের জন্য দায়ী করা হচ্ছে ওমিক্রনকে। টিকার দুটি ডোজেও এই সংক্রমণ প্রতিরোধ অসম্ভব হওয়ায় বুস্টার ডোজ নিতে নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে।

করোনাভাইরাসের ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

RELATED ARTICLES

Most Popular