Tuesday, December 24, 2024
Homeরাজনীতিসরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্মআপ চলছে: ওবায়দুল কাদের

সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্মআপ চলছে: ওবায়দুল কাদের

নবদূত রিপোর্টঃ

বিগত এক যুগের বেশি সময় ধরে সরকার পতন আন্দোলনে ব্যর্থতা এবং সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্মআপ চলছে, বিএনপি মহাসচিবের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

বিদায়ী বছরে নির্বাচনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি বলেও সেসময় তিনি মন্তব্য করেছেন।


একইসাথে তিনি আরও বলেন, কোনো ওয়ার্মআপেই কাজ হবে না, নেতিবাচক এবং হটকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে। যাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, তারা আবার সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে।

আজ শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular