Saturday, September 21, 2024
Homeআন্তর্জাতিককরোনায় আবারো পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ

করোনায় আবারো পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মোকাবিলায় আবার নতুন করে বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিধিনিষেধ অনুযায়ী, বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।

একইসঙ্গে স্পা, বার রাত ১০টার পর বন্ধ থাকবে। সুইমিং পুল, জিম, বিউটিপার্লার, সেলুন, বিনোদন পার্ক, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানসমূহও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

শ্মশানে মরদেহের শেষকৃত্যে ২০ জনের বেশি ভিড় করা যাবে না। আগামীকাল থেকে যুক্তরাজ্যের কোনো বিমান কলকাতা শহরে অবতরণ করতে পারবে না।

RELATED ARTICLES

Most Popular