Saturday, September 21, 2024
Homeরাজনীতিজীবনের নিরাপত্তা চেয়ে থানায় ছাত্র অধিকার পরিষদ সভাপতির জিডি

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ছাত্র অধিকার পরিষদ সভাপতির জিডি

নবদূত রিপোর্ট:

নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বিন ইয়ামিন মোল্লা।

মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় শাহবাগ থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) তিনি উল্লেখ করেন, 01617934421 নাম্বার থেকে সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে কল করে আমাকে দেখে নেবে বলে হুমকি প্রদান করেন এবং অকথ্য ভাষায় আমাকে ও আমার বাবা-মাকে তুলে গালি গালাজ করেন।

সামনে রাজু ভাস্কর্যে কোনো কর্মসূচিতে গেলে আমার বিষয়ে ব্যবস্থা নেবে বলে হুমকি দেয় এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কে দেখে নেবে বলে হুমকি দেয়। এবং সামনে কোনো কর্মসূচি করলে হামলা করবে বলে হুমকি দেয় এমতাবস্থায় আমি নিজের জীবনের নিরাপত্তা হীনতা বোধ করছি।

RELATED ARTICLES

Most Popular