Thursday, December 26, 2024
Homeরাজনীতিক্রিকেটার মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ইশরাক

ক্রিকেটার মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ইশরাক

নবদূত রিপোর্ট:

চিকিৎসাধীন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেলকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার (২১ মার্চ) রাতে এই ক্রিকেটারকে দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পরিচালক ফাহাদ আহমেদ শিকদার।

আইসিইউতে ভর্তি মোশাররফ রুবেলের খোঁজ-খবর নেন ইশরাক। তিনি বলেন, আমি তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই।

সেই সঙ্গে দল মত বর্ণ নির্বিশেষে প্রতিটি খেলোয়াড়কে মর্যাদা ও সম্মানের সঙ্গে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘ দিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়। এখন দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular