Wednesday, March 12, 2025
Homeরাজনীতিশাহাবাগী ক্রীড়ানক লাকিকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন?

শাহাবাগী ক্রীড়ানক লাকিকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন?

মনে আছে গণজাগরণ মঞ্চের সেই লাকির কথা? ফ্যাসিস্ট হাসিনার দোসর এই শাহবাগি এবার যে উদ্ভট কর্মকান্ড করেছেন তার জন্য ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে একটি সংগঠনের ব্যানারে যাত্রা করে লাকি ও তার সহযোগীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে সেই সংগঠনের নেতৃত্ব দেন লাকি। এসময় পুলিশের ওপর হামলা করে লাকি ও তার সহযোগীরা। এরপর থেকেই ফ্যাসিস্টের দোসর বর্বর শাহবাগি লাকিকে গ্রেফতারের দাবি উঠেছে সর্বমহলে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা লাকিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে একের পর এক পোষ্ট করে যাচ্ছেন।

ফারজানা ফারিয়া নামের একজন ফেসবুকে লিখেছেন, এরপরও শাহবাগি লাকিকে কেন ধরা হচ্ছে না? হাসিনার এই দোসর কি করে এখনো প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে এমন প্রশ্নও রাখেন অনেকে। অপরদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও মধ্যরাতে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়ে ক্রীড়ানক লাকিকে গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। লাকিরা বারবার সুযোগ নিচ্ছে, একটু খানি সুযোগ পেলেই তার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ভারতে বসে হাসিনা আর মোদি বাংলাদেশ নিয়ে যে ছক কষছে তা বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে লাকিকে এমন ধারণা অনেক নেটিজেনদের।

মাইশা রহমান নামের একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ক্রীড়ানক লাকিদের মাঠে নামিয়ে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। এটা ভারত আর হাসিনার ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার। বর্বর এই শাহবাগি লাকিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ তার এই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘মিথ্যা প্রোপাগান্ডামূলক দাবি করে দেশ বরেণ্য আলেমদেরকে এবং বিএনপি নেতা সা কা চৌধুরীকে ফাঁসিতে অবৈধভাবে ঝুলিয়ে হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা, তার ঘনিষ্ঠ সহচর এই শাহাবাগী নর্দমার গন্ধ পচা কিট! এখনই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক। ইফতেখার করিম নামের একজন লেখেন, ‘লাকি তুই ভুলে গিয়েছিলি তোর লীগের ভাইরা তোকে তুলে আছাড় মেরেছিল? মাটিতে ফেলে পাড়িয়ে মাড়িয়ে তোকে উত্তম মধ্যম দিয়ে লাইনে নিয়ে এসেছিল। সে যে লাইন ধরে এগিয়ে গিয়েছিলি আজও ছাড়তে পারিস নি! তবে এবার ছাত্র জনতা তোকে ছাড় দেবে না।’


নেটিজেন থেকে শুরু করে সাধারণ ছাত্র-জনতা সকলই হতাশ লাকির মতো হাসিনার দোসর এখনো গ্রেফতার না হওয়ায়।

RELATED ARTICLES

Most Popular