Friday, December 27, 2024
Homeজাতীয়প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন সোহেল তাজ

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন সোহেল তাজ

নবদূত রিপোর্ট:

তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

রোববার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্মারকলিপি নিয়ে যান তিনি। পরে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রতিনিধিরা স্মারকলিপি গ্রহণ করেন বলে জানান সোহেল তাজ।

তিন দফা দাবির মধ্যে রয়েছে

ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে এই দিনে। তাই দিনটিকে ‌‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।

খ. ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

গ. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

RELATED ARTICLES

Most Popular