Monday, January 27, 2025
Homeজাতীয়ঢাবি-সাত কলেজ ধাওয়া-পাল্টা ধাওয়া: ঘটনাস্থলে হাসনাত আব্দুল্লাহ, যোগ দিয়েছেন ইডেন কলেজ শিক্ষার্থীরা

ঢাবি-সাত কলেজ ধাওয়া-পাল্টা ধাওয়া: ঘটনাস্থলে হাসনাত আব্দুল্লাহ, যোগ দিয়েছেন ইডেন কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই তাদের বিরত করার চেষ্টায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি সোমবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে এসে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। একপর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে যান।

দ্য ডেইলি স্টারের ঢাবি সংবাদদাতা জানান, রাত সাড়ে ১২টার পরে ইডেন কলেজের শিক্ষার্থীরাও নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন৷

তিনি আরও জানান, উভয়পক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

এর আগে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নীলক্ষেত মোড় থেকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে মিরপুর রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সাত কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোডে অবস্থান নেয় এবং সেখানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে।

রোববার রাত ১১টার দিক থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। ঢাবি শিক্ষার্থীরা পাল্টা অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে।

রোববার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড়ের অবরোধ কর্মসূচি থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন, সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করা হবে।

RELATED ARTICLES

Most Popular