Friday, December 27, 2024
Homeআন্তর্জাতিকআল-আকসায় ইসরায়েলি দাঙ্গা পুলিশের হামলা

আল-আকসায় ইসরায়েলি দাঙ্গা পুলিশের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার ইসরায়েলি দাঙ্গা পুলিশ ও ফিলিস্তিনি মুসল্লিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এতে এ অঞ্চলে আরও বড় সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশের রাবার বুলেট, স্টান গ্রেনেড ও লাঠিপেটার কারণে বেশির ভাগ ফিলিস্তিনি আহত হয়েছেন। 

ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে নামাজের পর শত শত ফিলিস্তিনি আল-আকসার নিকটবর্তী ইহুদিদের প্রার্থনাস্থান লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর ছুড়তে শুরু করে। ওই জায়গায় আগে থেকেই ইসরায়েলের পুলিশ বাহিনী অবস্থান করছিল। পুলিশ বাহিনী তখন আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষের সৃষ্টি হয় এবং তিনজন ইসরায়েলি পুলিশ আহত হন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মুখপাত্র এক টুইটে বলেছেন, ‘পুলিশ কয়েক শ ফিলিস্তিনিকে আটক করেছে।’

RELATED ARTICLES

Most Popular