Friday, December 27, 2024
Homeরাজনীতিসারাদেশে গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে: ফখরুল

সারাদেশে গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে: ফখরুল

নবদূত রিপোর্ট:

সারাদেশে এখন গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর গুলিস্থান এলাকায় মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ইফতারে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেনে। 

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বুকের উপরে একটা বেআইনি একটা জোরজবরদখলকারী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। শুধু তাই নয়, ক্ষমতা দখল করার পরে তারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের জনগণকে একটা অন্ধকার গহবরের দিকে ঠেলে দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশে একটা ছদ্মবেশি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেজন্যেই তারা একে একে সমস্ত স্বাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। সবার আগে তারা যেখানে হাত দিয়েছে সেটা হচ্ছে বিচার বিভাগ।’

RELATED ARTICLES

Most Popular