Monday, February 24, 2025
Homeরাজনীতিশেখ হাসিনা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন : সালমান এফ রহমান

শেখ হাসিনা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন : সালমান এফ রহমান

নবদূত রিপোর্ট:

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব দিলেন, তখন এক শ্রেণির মানুষ অনেক হাসি-তামাশা করেছেন। তাদের আচরণে পিছু হটেননি শেখ হাসিনা।

তিনি বলেন, আজ আমরা সেই ডিজিটাল বাংলাদেশে বসবাস করেছি। নিম্ন আয় থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।

রোববার (১৫ মে) ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের পঞ্চম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়। আপনি যেকোনো ব্যক্তিকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন, এই সরকারের আমলে দেশে উন্নয়ন হয়েছে কিনা? আমি বিশ্বাস করি তিনি যদি অন্য দলেরও হন, প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা অকপটে স্বীকার করবেন।

RELATED ARTICLES

Most Popular