Sunday, February 23, 2025
Homeআন্তর্জাতিকপি কে হালদারকে ১৩ দিনের রিমান্ড শেষে কারাগারে রাখার নির্দেশ

পি কে হালদারকে ১৩ দিনের রিমান্ড শেষে কারাগারে রাখার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ

দুই দফায় ১৩ দিনের রিমান্ডের পর আজ শুক্রবার হাজার হাজার কোটি টাকা লোপাট মামলার পলাতক আসামি পি কে হালদারকে আদালতে তোলা হয়। এদিন মামলার অগ্রগতি নিয়ে শুনানির পর আগামী ৭ জুন পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে প্রথম দফায় ৩ দিনের রিমান্ড শেষে গত ১৭ মে পি কে হালদার ছাড়াও পরিবারের আরও ৫ সদস্যকে আদালতে তোলা হয়।

এ সময় পি কে হালদারকে হেফাজতে নেয়ার পর মামলার কতটা অগ্রগতি হয়েছে তা আদালতকে জানায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সেই সঙ্গে আবারও ১৪ দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে পি কে হালদারকে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

RELATED ARTICLES

Most Popular