Thursday, December 5, 2024
Homeঅর্থনীতিস্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ হয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা

স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ হয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা

অর্থনীতিঃ

করোনা ভাইরাস মোকাবেলায় গৃহীত কার্যক্রমসহ কোভিড-পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের জন্য সরকারের বরাদ্দ বেড়েছে ৪ হাজার ১৩২ কোটি টাকা। 

যা গত অর্থবছরে (২০২১-২০২২) এ খাতে বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।

RELATED ARTICLES

Most Popular