Monday, December 23, 2024
Homeজাতীয়পদ্মা সেতুতে আধুনিক ইটিসি বুথ

পদ্মা সেতুতে আধুনিক ইটিসি বুথ

নবদূত রিপোর্টঃ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধের জন্য যানবাহনের উইন্ডশিল্ডে বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড লাগাতে হবে। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এ প্রিপেইড কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেবে ইটিসি বা ইলেকট্রনিকস টোল কালেকশন বুথ।

এ বুথের মাধ্যমে চলমান গাড়ি থেকে মাত্র ৩ সেকেন্ডে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা যাবে বলে জানায় সেতু কর্তৃপক্ষ।


সেতুর ২ প্রান্তে প্রথম পর্যায়ে ২ গেটে বসানো হবে ইটিসি বুথ। আগামী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে দুই প্রান্তের অন্য ১২টি গেটেও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে।

RELATED ARTICLES

Most Popular