Friday, December 27, 2024
Homeরাজনীতিবন্যার্তদের ত্রাণ দিলো সিকৃবি ছাত্রলীগ শাখা

বন্যার্তদের ত্রাণ দিলো সিকৃবি ছাত্রলীগ শাখা

শিক্ষা ডেস্কঃ

বন্যার্তদের ত্রাণ দিলো সিকৃবি ছাত্রলীগ শাখা। ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলা। দুর্যোগপূর্ণ এ অবস্থায় বানভাসিদের পাশে দাঁড়িয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগ।

সিলেট কানায়ঘাট উপজেলার বন্যাদুর্গত ৩০০ পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সিকৃবি ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার (২৮ জুন) নৌকাযোগে কানায়ঘাট উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তারা।

এ বিষয়ে সিকৃবি ছাত্রলীগ নেতা শরিফ হোসেন বলেন, মানবতার কল্যাণে ছুটে যাওয়াই ছাত্রলীগের ধর্ম। বন্যায় মানুষের দুরবস্থা দেখে আমরা বসে থাকতে পারিনি। নিজ নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।ছাত্রলীগ বন্যার শুরু থেকেই বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিকৃবি ছাত্রলীগও এগিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের বাস দিয়ে সহযোগিতা করেছে।

RELATED ARTICLES

Most Popular