আন্তর্জাতিক ডেস্কঃ
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পলায়নের পর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে শ্রীলঙ্কায়। তার অংশ হিসেবে আগামী ২০ জুলাই হবে প্রেসিডেন্ট নির্বাচন।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।
বিবৃতিতে স্পিকার বলেন, ‘আজ (১৩ জুলাই) পার্লামেন্টের সব রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে ক্ষমতাসীন দল জানিয়েছে, সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সব সদস্য পদত্যাগ করতে প্রস্তুত।’
‘সংবিধান অনুযায়ী, এখন সর্বদলীয় সরকার গঠনের পথে চলতে হবে আমাদের। তারই অংশ হিসেবে আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হবে।’