Friday, September 13, 2024
Homeসারাদেশঈদের ছুটিতে সড়কে ঝড়ল ৫২ প্রাণ

ঈদের ছুটিতে সড়কে ঝড়ল ৫২ প্রাণ

নবদূত রিপোর্টঃ

এবারে ঈদ উদযাপনের মাঝে শুধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫২ জন। ঈদের আগে ও পরে পাঁচ দিনে (শুক্রবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত) ২৩ জেলায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছে ৫০ জনের বেশি।

আজ বুধবারও রাজধানীর বনানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে সোমবার চট্টগ্রামের পটিয়ায়। সেখানে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত ও অন্তত সাতজন বাসযাত্রী আহত হয়।

ঈদের আগে ও পরে টাঙ্গাইলে পৃথক পাঁচটি দুর্ঘটনায় সহোদর দুই ভাইসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

কুমিল্লায় ঈদের আগের দিন ও ঈদের দিনে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় সাংবাদিকসহ আটজন নিহত হন।

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপের নিজ বাসার সামনের সড়কে সোমবার বিকেলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির আলী হাওলাদার (৬০) নিহত হন।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা-সায়বাড় রাস্তায় শনিবার সকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রলির সঙ্গে ধাক্কা লাগলে সেনাবাহিনীর সদস্য মেহেদী হাসান রবিন (২১) নিহত হন। এছাড়াও বিভিন্ন জেলায় আহত-নিহত হয়েছেন আরো অনেকেই।

RELATED ARTICLES

Most Popular