Saturday, September 21, 2024
Homeধর্মপবিত্র মাহে রমজানে মানবিক বক্সগঞ্জের এক মানবিকতার উদাহরণ

পবিত্র মাহে রমজানে মানবিক বক্সগঞ্জের এক মানবিকতার উদাহরণ

নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের “মানবিক বক্সগঞ্জ” এর ২০২৩ সালের রমজান উপলক্ষে ব্যাপক মানবিক কার্যক্রম গ্রহন করেছেন। বাস্তবায়িত মানবিক কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

জানা যায়, উপজেলার মানবিক বক্সগঞ্জের উদ্যোগে কুরাআন আবাদ প্রোগ্রামে ১০১ টি মসজিদ এবং ২১ টি মাদ্রাসায় মোট ৭৪১ টা পবিত্র আল কুরাআন বিতরণ করা হয়েছে। যার হাদিয়া ১ লক্ষ ৩৯ হাজার ১৮০ টাকা। ২৬টি গ্রামের ৭৭ জন মুয়াজ্জিনের হাতে পৌঁছে দিয়াছেন ৭৭ হাজার টাকা উপহার সামগ্রী । ইউনিয়নের অষ্টগ্রাম গ্রামের একটি ঋণগ্রস্ত পরিবারকে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে। বাতাবাড়িয়া রহমানিয়া মাদ্রাসায় ৫ টা জানালায় গ্লাস লাগানোর কাজ চলছে, এতে খরচ হবে ৩৫ হাজার টাকা। কোকালী গ্রামের একটা শিশুর পায়ের অপারেশনের জন্য ৭ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। তেতৈয়া গ্রামের একটা মহিলার অপারেশনের জন্য সহায়তা দেয়া হয়েছে নগদ ১০ হাজার টাকা ।

এনায়েতপুর গ্রামের একটা মসজিদ নির্মানে ৩ হাজার টাকা দান করা হয়েছে। তেতৈয়া গ্রামের একটা পরিবারের রমজান বাজারের জন্য ৩ হাজার টাকার উপহার দেয়া হয়েছে। বানাবাড়িয়া গ্রামের একটা পরিবারের রমজান বাজারের জন্য ২ হাজার টাকা উপহার দেয়া হয়েছে। মানিকগঙ্গা একটা পরিবারের রমজান বাজারের জন্য ১ হাজার টাকা উপহার দেয়া হয়েছে। একই গ্রামের অপর একটা পরিবারের রমজান বাজারের ১ হাজার ৫০০ টাকা উপহার দেয়া হয়েছে। অপর একটা পরিবারের রমজান বাজারের জন্য ১৫০০ টাকা উপহার দেয়া হয়েছে। চান্দঁপুর গ্রামের একটা পরিবারের রমজান বাজারের জন্য ১০০০ টাকা উপহার দেয়া হয়েছে। মইশাই একটা পরিবারের রমজান বাজারের জন্য ৩ হাজার টাকা উপহার দেয়া হয়েছে।

মদনপুর গ্রামের একজনের হার্টের অপারেশনের জন্য ৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। বড়কালী একটি পরিবারকে ঘর তৈরির টিন কেনার জন্য ২ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
মানবিক বক্সগঞ্জের মানবিক কার্যক্রমে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভবিষ্যতে সকলের সার্বিক সহযোগীতায় এর কার্যক্রমের পরিধি আরো ব্যাপক করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

সংগঠনটির মুখপাত্র মোহাঃ আনোয়ার হোসেন জানান বিগত ৪ বছরে সংগঠনটি প্রায় ২৪ লক্ষ টাকার মানবিক সাহয়তা করছে।

RELATED ARTICLES

Most Popular